♻️------সালফার---✴--🔷 Sulpher-------🎋
-----🫒---আমার ৪র্থ কবিতা----🫒---
হলুদ বর্নের খনিজ ইহা
সহজে চোখে ধরে।
চর্ম রোগের কথা হলেই
সালফার মনে পড়ে।
সূঁচ ফুটানো, হুঁল ফুটানো
কুটকুটানি ব্যথা,
এসব ক্ষেত্রে চলে আসে
সালফারেরই কথা।
অপরিষ্কার, অপরিছন্ন, নোংরা স্বভাব বটে
গোসল করতে অনিচ্ছা তার,সকল ক্ষেত্রে ঘটে।
মাথার তালু,হাতের তালু,পায়ের তলায় তাপ,
মলত্যাগের বেগে ঘুম ভেঙে যায়,যখন পড়ে চাপ।
ঠোঁটের কালার রক্তবর্ণ
হাত, পা সরু বটে,
দিনের বেলা ঘুমিয়ে থেকে
রাত নির্ঘুম কাটে।
পুরো শরীর দুর্গন্ধময়,
আহার করে কম
তারপরেও খাই খাই স্বভাব
নেয়না একটু দম।
খিটখিটে,একগুয়ে, ক্রোধে ভরা মন
বিষাদমাখা,অগোছালো কাটে সারাটাক্ষন।
পরের দোষ সে খুজে বেড়ায়,ভুলোমর স্বভাব,
খুটিনাটিতে বকবকানি,সাহসিকতার অভাব।
একসাথে অনেক ফোঁড়া কিংবা চর্মরোগ,
হাত বা পায়ে মামড়ি পরা চামড়া উঠা হোক।
এসব যাবে চলে,
সময়মত সালফারের ১টি ডোজ খেলে।
দুধ খাইতে মন চায় তার
খাইলে হয়না সহ্য।
মলত্যাগেও বেগ কমেনা,
কতই ধরে ধৈর্য্য।
চোখের সামনে কালো কালো দাগ
কিংবা কানের চুলকানি।
অশ্ব বলিও দূর হয়ে যায়
এ কথা সবাই মানি।
স্বরভঙ্গ, সর্দিকাশি,বঙ্কাইটিস কমন
কাঁশতে কাঁশতে অনেকসময় করে ফেলে বমন।
কানে সদা সাই সাই আওয়াজ,চালাক রোগী অতি।
ছটফটানী থাকে যদি সালফারেতেই গতি।
🎍 উৎসাহ পেলে আরো লিখব 👻
0 Response to "সালফার-Sulpher"
Post a Comment