🎖️ বর্ণনাঃ স্মরণ শক্তি কম ইহা এক বিরক্তিকর ব্যাধি। স্কুলের ছেলে, মেয়েদের মাঝে মাঝে এই রোগ দেখা দেয়। তবে বৃদ্ধ বয়সেই এই রোগ অধিক হয়।
🧿১। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের স্মরণ শক্তি কম তথায় 'এনাকার্ডিয়াম' দিলে উপকার হইবে। 30 প্রত্যহ সকালে এক মাত্রা। কিছু অধিক দিন সেবন করার উপকার অধিক হয়। এটা নিয়মিত সেবন করছে ছাত্রদের স্মৃতিশক্তি বাড়বে।
🪀২। বয়স্কদের স্মরণ শক্তি হ্রাস, এই মাত্র বলিয়া দিন পরক্ষণে ভুলিয়া যায় তথায় ব্রাইটা কাৰ্ব 30 দিনে দুই বার সেবন করিতে দিলে উপকার হইবে। উপকার না হইলে 200 সকালে খালি পেটে এক মাত্রা।
🎯৩। বৃদ্ধ বয়সে স্মরণ শক্তি হ্রাস হইরাছে তথায় 'মেডোরিনাম' 200 শক্তি দুই এক মাত্রা সেবনেই উপকার হইবে। উপকার না হইলে 1m বা 10m সকালে খালি পেটে এক মাত্রা।
🧿৪। আশ্চর্য রকমের স্মৃতি শক্তি লোপ, ছেলে মেয়ে এমনকি নিজের নাম পর্যন্ত মনে রাখিতে পারে না তথায় 'ক্লোরাল' 30 সকাল বিকাল দুই মাত্রা সেবন করিতে দিলে উপকার হবে।
🔮৫। বোকা, বুদ্ধিহীন বালক বালিকাদের স্মৃতি শক্তি লোপ তাদের স্মৃতি শক্তি বর্ধনে 'থাইরয়ডিনাম' এক অদ্বিতীয় মহৌষধ 3x বা6 দিনে তিন বার সেবন করিতে হয়।
🕹️৬।স্মৃতি শক্তি লোপ, রোগী নিজের বাড়ি ঘরই নিজে চিনতে পারে না, খাওয়ার পরক্ষণই কি খাইয়ছে বলতে পারে না, ইহাতে সিফিলিসাম 200, 1m বা আরো উচ্চ শক্তি দুই এক মাত্রা সেবনেই উপকার হয়।
🪁উপরোল্লিখিত লক্ষণ অনুযায়ী যে কোন একটি হোমিও ঔষধের সহিত বাইওকেমিক 'কেলি ফস 6x বা 12x গরম পানির সহিত পর্যায়ক্রমে সেবনে
🎣পধ্যাপথ্যঃ টাটকা শাক সবজি, দুগ্ধ, মাখন,এই রোগে সৃষ্টিকর খাদ্যের প্রয়োজন। মদ্যপান বা কোন নেশা জাতীয় দ্রব্য পান এই রোগীর জন্য ভীষন ক্ষতিকর।
ডাক্তার এর পরামর্শ ছাড়া কেও ওষুধ সেবন করবেন না।
0 Response to "স্মরণ শক্তি কমে গেলে হোমিওপ্যাথিক চিকিৎসা"
Post a Comment