![]() |
কোষ্ঠকাঠিন্যের ঔষধ নির্বাচনে কত নাম মাথায় আসে,যদি এভাবে সিম্পটম মিলানো হয় |
🪔 দিনরাতের বেশীর ভাগ সময় শুয়েবসে কাটায়, ভয়ঙ্কর বদমেজাজী, শীতকাতর, কথার বিরোধীতা সহ্য করতে পারে না ➖Nux vomica✔️
🔖 হলদে রঙের পায়খানা এবং উপরের পেটে খালিখালি ভাব➖Hydrastis can✔️
🏷️ পায়খানা হয় ছাগলের লাদির মতো ছোট ছোট, গোল গোল, কালো, শক্ত শক্ত➖Opium✔️
✒️ পায়খানা নরম কিন্তু বের করতে কষ্ট হয়। কখনও পায়খানার বেগ থাকে আবার নাও থাকতে পারে➖Alumina✔️
✏️ পায়খানা হবে বড় বড় লম্বা লম্বা সাইজে, শুকনা, শক্ত এবং দেখতে পোড়াপোড়া➖Bryonia album✔️
📦 যে সব শিশু খুবই লাজুক, কেউ সামনে থাকলে পায়খানা করতে পারে না, তাদের কোষ্টকাঠিন্যে ➖Ambra grisea ✔️
📤 ব্যথা পাওয়া বা আঘাত পাওয়ার পরে কোষ্টclav
ন্য দেখা দিলে ➖Arnica montana✔️
📓 শক্ত পায়খানা ত্যাগ করার পর যদি কেউ দুর্বল-ক্লান্ত হয়ে একেবারে বিছানায় শুয়ে পড়তে বাধ্য হয়➖Conium✔️
📒 পেট ব্যথা,পেট ফাঁপা এবং পাইলস থাকে➖Collinsonia can✔️
📔 রোগী মনে করে পায়খানা হবে কিন্তু পায়খানা করতে গেলে শুধু বাতাস বের হয়➖Carbo animalis✔️
📕 অলসতা, দিনদিন কেবল মোটা হওয়া, মাসিকের রক্তক্ষরণ খুবই কম হওয়া, চর্মরোগ বেশী হওয়া➖Graphites✔️
📃পায়খানা অর্ধেকটা বের হওয়ার পরে আবার পুণরায় ভিতরে ঢুকে যায়➖Silicea
📜 রোগের মাত্রা বিকাল ৪-৮টার সময় বৃদ্ধি পায়,পেটে প্রচুর গ্যাস হয়,সারা বৎসর প্রস্রাবের সমস্যা লেগেই থাকে➖Lycopodium clav
🧾 পায়খানা করার সময় প্রসব ব্যথ্যার মতো মারাত্মক ব্যথ্যা হওয়া, পায়খানার রাস্তায় ছিঁড়ে যায়, পায়খানা হয় শুকনো এবং বড় বড় সাইজে➖Lac deploratum✔
📄 নোট:বেশি বেশি শাক সবজি খাবের
ন ,নিয়মিত শরীর চর্চা করবেন,পরিমান মত পানি পান করবেন-আল্লাহ হাফেজ।
0 Response to "কোষ্ঠকাঠিন্যের ঔষধ নির্বাচনে কত নাম মাথায় আসে,যদি এভাবে সিম্পটম মিলানো হয়"
Post a Comment