![]() |
টাক পড়া (কেশ পতন) হোমিওপ্যাথি চিকিৎসা
রোগ বিবরন : চুল মানুষের সৌন্দর্যের প্রতীক। তাই সবাই চুলের যত্নে ব্যস্ত। কারো মাথার তালুর চুল উঠিয়া চাঁদিতে টাক পড়ে। কাহারো মাথার সম্মুখের চুল উঠিয়া কপাল প্রশন্ত হইতে থাকে। আবার কাহারও মাথার বিভিন্ন স্থানে গোল গোল টাক পড়ে। চুল বিহীন টাকের স্থান গুলো তেল তেলে বা খসখসে দেখা যায়। সুশ্রী চেহারা বিশ্রী চেহারা বিশ্রী করিয়া ফেলে।
চিকিৎসা-
ব্যারাইটা কার্ব (Baryta Carb) : বোকা বুদ্ধিহীন বেটে বামন, স্মরণ শক্তি কম, ভীতু শীত কাতর, এই ধাতুর রোগীদের মাথার চুল উঠিয়া টাক পড়িতে থাকিলে ব্যারাইটা কার্ব উপকারী।
লাইকোপোডিয়াম (Lycopodum) : হিংসুক লোভী কৃপণ ও ভীরু গরম কাতর এই ধাতুর রোগী অল্প বয়সে শাথার চুল উঠিয়া তালুতে টাক পড়িতে থাকিলে লাইকোপোডিয়ামে উপকার হয়।
আর্সেনিক এলব (Arsenic Alb) : অত্যন্ত শীত কাতর, সৌখিন ব্যাক্তিদের মাথার স্থানে স্থানে গোল গোল টাক পড়ে। ঐ টাকের স্থান গুলো শুস্ক খস খসে মাথার সম্মুখ দিকের চুল উঠিয়া কপাল প্রশস্ত হইতে থাকিলে আর্সেনিক অব্যর্থ।
টেলিউরিয়ম (Tellurium) : মাথার গোল গোল টাক, টাকের স্থানগুলো মাঝে মাঝে চুলকায়, টাক রোগে এই ঔষধ ব্যবহার করিয়া বহু রোগী আরোগ্য হইয়াছে।
সেলিনিয়ম (Seleninum) : হস্তমৈথুন, স্বপ্নদোষ কিংবা বাহ্যে প্রস্রাবের পর অসাড়ে শুক্রপাত হইয়া ক্রমশ জীর্ণ শীর্ণ দুর্বল রোগীদের মাথার স্থানে স্থানে রিংগের মত গোলাকার টাক পড়ে অথবা কারো চুল উঠিয়া মাথার চাঁদিতে টাক পড়ায় ইহা অব্যর্থ। ভ্রু, গোঁফ, দাড়ী বা লিঙ্গস্থানের চুল উঠিয়া গেলে সেলিনিয়ম উপকারী।
এছাড়াও লক্ষনের উপর নির্ভর করে অন্য যে কোন মরডিসিন আসতে পারে। সঠিক রোগীলিপি রেপার্টরী করে ঔষধ নির্বাচন করতে হবে।
0 Response to "টাক পড়া (কেশ পতন) হোমিওপ্যাথি চিকিৎসা"
Post a Comment