১২টি বায়োকেমিক ঔষধের সংক্ষিপ্ত পরিচয়

Recents in Beach

যে কোন জীব-জন্তু দংশনের হোমিওপ্যাথিক চিকিৎসা

Random Posts

Technology

"ব্রেকিং নিউজ" চোখ উঠা
Welcome To BD HomeoPathic

কান পাকা রোগের হোমিও চিকিৎসা

 


বর্ণনা ঠান্ডা, সর্দি, জ্বর, হাম, বসন্তের পর আরো নানাবিধ কারণে কান পাকা রোগ দেখা দেয়। কানের ভিতর ফোড়া হইলেও কান থেকে পুঁজ পড়ে। এই রোগ অধিক দিন স্থায়ী হইলে বধিরতা আনয়ন করে।

১। যেখানে দেখিবেন পুরাতন কান পাকা হলুদ বর্ণের পুঁজ, গন্ধ নাই আছে মাথা বেদনা তথায় 'ক্যাপসিকাম 200 বা 1m শক্তি সকাল বিকাল দুই মাত্রা দিবেন উপকার হইবে। পুরাতন রোগে 10m বা আরো উচ্চ শক্তি।

২। যেখানে শুনিবেন কান হতে রক্ত মিশ্রিত গাঢ়, দূর্গন্ধ যুক্ত পুঁজ পড়ে তথায় ''মার্ক সল' 200 বা 1m শক্তি সকাল বিকাল দুই মাত্রা দিবেন উপকার হইবে। পুরাতন পীড়ায় আরো উচ্চ শক্তি।

 ৩। যেখানে জানিবেন প্রায়ই রোগীর সর্দি, ঠান্ডা লাগে তাদের দূর্গন্ধ যুক্ত কান পাকায় 'টিউবারকুলিনাম' 200 বা 1m শক্তি সকালে খালি পেটে এক মাত্রা দিবেন উপকার হইবে। না হইলে 10m বা আরো উচ্চ শক্তি এক মাত্রা।

৪। যেখানে শুনিবেন কান পাকার পুঁজে ভীষণ দূর্গ, পুঁজ যখন ে ঠ, চুলকায় ইহাতে 'টেলুরিয়াম' 30 বা 200 শক্তি সকাল বিকাল। দিনে দুই বার সেবনে উপকার হইবে।

৫। যেখানে দেখিবেন কান পাকায় কানের ভিতরে ৗেজ, পুঁজে ভয়ানক দুরগন্ধ হলে থুজা ''200 বা 1m শক্তি সকাল, বিকাল দুই মাত্রা সেবন করিতে দিবেন। উপকার হইবে। পুরাতন পীড়ায় আরো উচ্চ শক্তি।

৬। যেখানে শুনিবেন কান পাকায় মাংস ধোয়া জলের মত পুঁজ, পুঁজে ভীষ দুর্গন্ধ তথায় 'সাইলেশিয়া' অব্যর্থ 30 বা 200 শক্তি দিনে দুই বার সেবন করিতে দিবেন। পুরাতন রোগে Im, 10m বা আরো উচ্চ শক্তি দুই এক মাত্রা।

৭। যেখানে জানিবেন নিম্ন গতিতে ভয় শিশুর কান পাকা, সাদা রন্ধ্রের গন্ধবিহীন পুঁজ তথায় ‘বোরাক্স' 6 বা 30 শক্তি দিনে তিন বার সেবন করিতে দিবেন কান পাকা আরোগ্য হইবে। প্রয়োজনে 200 শক্তি দুই এক মাত্রা।

৮। যেখানে শুনিবেন ঠান্ডা, সর্দি লাগিলেই শিশুর কান থেকে পুঁজ নির্গত হইতে থাকে তথায় ‘ওসিমম স্যাঙ্ক' 6 বা 30 শক্তি দিনে তিন বার সেবন করিতে দিবেন কান পাকা আরোগ্য হইবে।

৯। যেখানে দেখিবেন কানের পুঁজে ভীষণ দূর্গন্ধ, লোেক কাছে বসিতে পারে না। সোরিনাম' 200 সকাল বিকাল দুই মাত্রা সেবন করিতে দিবেন উপকার হইবে। পুরাতন কান পাকায় 1m, 10m বা আরো উচ্চ শক্তি। 

১০। যেখানে শুনিবেন কান পাকায় হলদে রঙের পুঁজে সামান্য দূর্গন্ধ তথায় পালসেটিলা 200 শক্তি সকাল বিকাল দুই মাত্রা সেবন করিতে দিবেন উপকার হইবে। পুরাতন কান পাকায় আরো উচ্চ শক্তি।

 ১১। যেখানে জানিবেন নতুন বা পুরাতন কান পাকায় হলুদ বর্ণের পুঁজ, কোন রূপ গন্ধ নাই তথায় 'ক্যালকেরিয়া সালফ' 200 সকাল বিকাল দুই মাত্রা সেবন করিতে দিবেন উপকার হইবে। পুরাতন কান পাকায় 1m, 10m

১২। যেখানে শুনিবেন কানের ভিতর পুঁজ, কানে তীব্র বেদনা থাকিলে 'ভায়োলা অডো' 30 শক্তি দিনে তিন বার সেবন করিতে দিবেন উপকার হইবে।  না হইলে 200 শক্তি দিনে দুই বার।

Share This

0 Response to "কান পাকা রোগের হোমিও চিকিৎসা"

Post a Comment

Popular Posts