মাসিকের সময় যৌনমিলন:
বিবাহিত মহিলাদের এই সময় স্বামীর সাথে মিলিত না হওয়ায় ভাল। অনেক স্বামী আছে যারা সচেতনতার অভাবে স্ত্রীদের সাথে মিলিত হয়। এইতো কয়েকদিন আগে একটা রোগী তলপেটে প্রচন্ড ব্যথা নিয়ে আমার চেম্বারে আসেন। ব্যথার ইতিহাস থেকে জানা গেল দীর্ঘদিন যাবত মাসিকের সময় তার স্বামী যৌন মিলন করে। স্বামীর মন ভাল রাখার জন্য তিনি(রোগী) কখনও নিষেধ করতেন না। পরে স্বামীকে ডেকে বুঝানো হলে বললেন, ডাক্তার সাহেব এটা করা উচিত নয়, আগে জানতাম না। যাইহোক, আর কখনও মাসিকের সময় মিলন করব না।
মাসিকের সময় যৌনমিলন করলে নিচের সমস্যাগুলি দেখা দিতে পারেঃ
* মাসিকের সময় জরায়ু ও যোনির অম্লভাব থাকে না। তাই এটি খুব সহজেই রোগজীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে।
* মিলনের সময় এবং পরবর্তীতে প্রচন্ড ব্যথা হতে রক্তপাত তুলনামূলক ভাবে বেশি হতে পারে।
* দেহ অপবিত্র লাগে বিধায় মানসিক অরুচি সৃষ্টি হতে পারে।
* পুরুষ লিঙ্গে রক্ত লেগে যৌনমিলনে তার অরুচি জন্মাতে পারে।
* পুরুষের কোন রোগ (Sexual transmited disease) থাকলে এসময় অতিদ্রুত নারী যোনিতে ছড়িয়ে পড়ে।
* তেমনি নারীদেহেও কোন রোগ (Sexual transmited disease) থাকলে পুরুষ দেহে দ্রুত ছড়াতে পারে।
* জরায়ু মুখ ঘোরে যেতে পারে, যা পরবর্তীতে মারাত্মক কুফল বয়ে আনতে পারে।
0 Response to "মাসিকের সময় যৌনমিলন করলে নিচের সমস্যাগুলি দেখা দিতে পারে"
Post a Comment