ব্রায়োনিয়ার প্রধান প্রধান লক্ষণ হলো রোগীর ঠোট জিহ্বা-গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে প্রচুর পানি পিপাসা থাকে, রোগী অনেকক্ষণ পরপর একসাথে প্রচুর ঠান্ডা পানি পান করে, নড়াচড়া করলে রোগীর কষ্ট বৃদ্ধি পায়, রোগীর মেজাজ খুবই বিগড়ে থাকে, কোষ্টকাঠিন্য দেখা দেয় অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যায়, প্রলাপ বকার সময় তারা সারাদিনের পেশাগত কাজের কথা বলতে থাকে অথবা বিছানা থেকে নেমে বাড়ি যাওয়ার কথা বলে, শিশুদের কোলে নিলে তারা বিরক্ত হয়, মুখে সবকিছু তিতা লাগে। যে-কোন রোগই হউক না কেন, যদি উপরের লক্ষণগুলোর অন্তত দু-তিনটি লক্ষণও রোগীর মধ্যে পাওয়া যায়, তবে ব্রায়োনিয়া সেই রোগ সারিয়ে দিবে। ব্রায়োনিয়া ঔষধটি নিউমোনিয়ার জন্য আল্লাহর একটি বিরাট রহমত স্বরূপ। সাধারণত নিম্নশক্তিতে খাওয়ালে ঘনঘন খাওয়াতে হয় কয়েকদিন কিন্তু (১০,০০০ বা ৫০,০০০ ইত্যাদি) উচ্চশক্তিতে খাওয়ালে দুয়েক ডোজই যথেষ্ট।
...Home » ব্রায়োনিয়া এ্যালব ওষুধের কাজ কি
» ব্রায়োনিয়া এ্যালব এর প্রধান প্রধান লক্ষণ গুলো জেনে নিন - Bryonia Alba
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "ব্রায়োনিয়া এ্যালব এর প্রধান প্রধান লক্ষণ গুলো জেনে নিন - Bryonia Alba"
Post a Comment