Recents in Beach

জরুরি প্রাথমিক চিকিৎসা - Emergency

 যে-কোন ধরণের ঔষধের বা বিষাক্ত পদার্থের বিষক্রিয়া নিরাময়ের জন্য Nux vomica (শক্তি কিউ, ৩,৬, ১২,৩০,২০০) ঘনঘন খেতে থাকুন।


প্রচন্ড গরমের সময় ঠান্ডা লেগে কোন রোগ হলে Urtica Urens (শক্তি ৬,১২,৩০, ২০০) তিনবেলা করে খেতে থাকুন।


অতিরিক্ত মানসিক শ্রমের ফলে কোন রোগ হলে Acidum Picricum রোজ একবেলা করে খান।


অতিরিক্ত রৌদ্রে কিংবা গরমে থাকার পর কোন সমস্যা হলে Glonoinum Glonoine ঘণ্টায় ঘণ্টায় খেতে থাকুন।


শরীরের কোথাও আঘাত পাওয়ার দীর্ঘদিন পরে সেখানে কোন সমস্যা দেখা দিলে Arnica Montana ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করে খান।


স্ত্রী যৌনাঙ্গের সপর্শকাতরতায় Staphisagria ঘনঘন খেতে থাকুন।


যাদের চোখে বা শরীরের অন্য কোথাও প্রায় সারা বৎসরই পুঁজ হতে থাকে, তার Medorrhinum মাসে একমাত্রা করে অন্তত তিনমাস খান।


অপমানিত হওয়ার ফলে বা ঝগড়ার করার জন্য বা চেপে রাখা অসন্তোষের কারণে কিংবা শিশুদেরকে মারধর করার কারণে কোন সমস্যা দেখা দিলে staphisagria ঘনঘন খেতে থাকুন।


তেল-চর্বি জাতীয় খাবার খাওয়ার পরে কোন সমস্যা দেখা দিলে Pulsatilla Pratensis খেতে থাকুন।


বজ্রপাত অথবা ইলেকট্রিক শকের পর Phosphorus ঘনঘন খেতে থাকুন।


পচঁা ডিম অথবা বাসি খাবার খেয়ে কোনো সমস্যা হলে Carbo Vegetabilis (শক্তি কিউ, ৩,৬,১২,৩০,২০০) ঘনঘন খেয়ে যান।


প্রেমে ব্যর্থ হলে বা আপনজনের মৃত্যু বা বিরহজনিত শোকের কারণে কোন রোগ দেখা দিলে প্রথমে ইগ্নেশিয়া এবং পরে নেট্রাম মিউর (শক্তি কিউ, ৩,৬,১২,৩০, ২০০) খেয়ে যান।


অতিরিক্ত মানসিক পরিশ্রমের ফলে কোন সমস্যা হলে Nux vomica অথবা Cocculus Indicus (শক্তি কিউ, ৩,৬,১২,৩০,২০০) তিনবেলা করে খেতে থাকুন।


চোখের অতিরিক্ত ব্যবহারের কারণে কোন সমস্যা হলে Ruta graveolens (শক্তি কিউ, ৩,৬,১২,৩০,২০০) ঘণ্টায় ঘণ্টায় খেয়ে যান।

Post a Comment

0 Comments