১২টি বায়োকেমিক ঔষধের সংক্ষিপ্ত পরিচয়

Recents in Beach

যে কোন জীব-জন্তু দংশনের হোমিওপ্যাথিক চিকিৎসা

Random Posts

Technology

"ব্রেকিং নিউজ" চোখ উঠা
Welcome To BD HomeoPathic

প্রস্রাব বের হতে অসুবিধা - প্রস্রাব করার পরও মনে হয় আরাে প্রস্রাব রয়ে গেছে, প্রােস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি - Prostate gland_Enlargement

 



পুরুষদের পুরুষাঙ্গের গােড়ায় একটি প্ল্যান্ড থাকে যাকে প্রােস্টেট গ্ল্যান্ড বলে। সাধারণত বয়স চল্লিশ-পঞ্চাশ হলে এটি বড় হয়ে যায় এবং প্রস্রাব বের হতে অসুবিধার সৃষ্টি হয়। অনেক কোথানি দিয়ে প্রস্রাব করার পরও মনে হয় আরাে প্রস্রাব রয়ে গেছে।


Sabal Serrulata : হােমিওপ্যাথিতে প্রােস্টেট গ্ল্যান্ডের সবচেয়ে সেরা ঔষধ হরাে এই সেবাল সেরু। এই ঔষধটিকে বলা হয় হােমিওপ্যাথিক ক্যাথিটার (catheter)। মােটামুটি প্রােস্টেট গ্ল্যান্ডের যে-কোন রােগই হােক না কেন, সেবাল সে তাকে নির্মূল করতে সক্ষম। সাধারণত নিম্নশক্তিতে ২০ ফোটা করে রোজ ২-৩ বার খান যত মাস কার।


Ferrun Picricum : ফেরাম পিক্রিক প্রােস্টেট গ্ল্যান্ডের আরেকটি চমৎকার ঔষধ। উপরের নিয়মে যত দিন প্রয়ােজন খেতে পারেন।


তাছাড়া কোনায়াম (Conium Maculatum), সিমিসিফিউগা (Cimicifuga), চিমাফিল (Chimaphila Umbellata), t (Thuja Occidentalis) susifu ঔষধও খেতে পারেন।

Share This

0 Response to "প্রস্রাব বের হতে অসুবিধা - প্রস্রাব করার পরও মনে হয় আরাে প্রস্রাব রয়ে গেছে, প্রােস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি - Prostate gland_Enlargement "

Post a Comment

Popular Posts