অজ্ঞান বা অচেতন হওয়ার কারণ এবং লক্ষণের উপর ভিত্তি করে ঔষধ প্রয়ােগ করতে হবে।
Carbo Vegetabilis : কোনাে মুমুর্ষ রোগী অত্যধিক রােগ যন্ত্রণার কারণে অজ্ঞান হয়ে গেলে কার্বো ভেজ ঔষধটি পাঁচ দশ মিনিট পরপর খাওয়াতে থাকুন। ঔষধ মুখে ঠোটের ভেতরে রাখতে পারলেই চলবে অথবা ঘ্রাণের সাথে ব্যবহার করুন। যে-কোন বিপজ্জনক পরিস্থিতি সামলাতেও (অর্থাৎ অন্তিম মুহুর্তে) সাময়িক ভাবে Carbo Vegetabilis অথবা Camphora ঔষধটি ব্যবহার করতে পারেন। এই দুইটি ঔষধকে বলা হয় হােমিওপ্যাথিক কোরামিন।
Arnica Montana : উপর থেকে পড়ে গিয়ে বা আঘাত পেয়ে মুচছা গেলে আর্নিকা দশ মিনিট পরপর খাওয়াতে থাকুন।
Hypericum Perforatum : দাঁত উঠানাের কারণে অথবা শরীরের কোন সেনসেটিভ জায়গায় (অণ্ডকোষ, মাথা, পাছার নিকটের কন্ডার হাড়, আঙ্গুলের মাথায় ইত্যাদি) আঘাত লাগার কারণে (ব্যথার চোটে) অজ্ঞান হলে হাইপেরিকাম ঘনঘন কয়েক মাত্রা খাওয়ান।
China officinalis : অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অজ্ঞান হলে চায়না ঘনঘন খাওয়াতে থাকুন।
Phosphorus : বৈদ্যুতিক শক বা বজ্রপাতে অজ্ঞান হলে দশ মিনিট পরপর খাওয়াতে থাকুন।
lgnatia Amara : দুঃসংবাদ শুনে অজ্ঞান হলে ইগ্নেশিয়া ঔষধটি পাঁচ/দশ মিনিট পরপর খাওয়ান।
Coffea Cruda : সুসংবাদ শুনে অজ্ঞান হলে কফিয়া ঔষধটি দশ মিনিট পরপর খাওয়ান।
Opium : ভয় পেয়ে মুছা গেলে Opium ঔষধটি দশ মিনিট পরপর খাওয়াতে থাকুন।
Glonoine : কড়া রৌদ্রে থাকার কারণে মাথাব্যথা বা অজ্ঞান হলে শ্লোনইন দশ মিনিট পরপর খাওয়াতে থাকুন।
0 Response to "হটাৎ অজ্ঞান হয়ে গেলে কি করতে হবে"
Post a Comment