যদি দেখেন যে, লক্ষণ অনুযায়ী ঔষধের নির্বাচন সঠিক হয়েছে কিন্তু একমাত্রা খাওয়ানাের পরে যথেষ্ট সময় অতিবাহিত হলেও কোন কাজ হচ্ছে না অথবা একটু উন্নতি হয়ে তারপর থেমে গেছে। এইক্ষেত্রে আরেক মাত্রা ঔষধ খেয়ে নিন, তাতে কাজ হতে পারে। এমনকি প্রয়ােজনে একটু পরে তৃতীয় আরেক মাত্রা খেয়ে দেখতে পারেন। কেননা অনেক সময় দেখা যায় একটি ঔষধ প্রথমবার খাওয়ার পরে কোন কাজ করে নাই কিন্তু একই ঔষধ একই শক্তিতে একই পরিমাণে দ্বিতীয়বার বা তৃতীয়বার খাওয়ার পরে কাজ শুরু হয়। আরেকটি সমাধান হলাে, কয়েকটি বড়িকে আধা গ্লাস পানিতে মিশিয়ে চামচ দিয়ে ভালােভাবে নেড়ে সেখান থেকে কিছুক্ষণ পরপর এক চুমুক করে পান করুন। এতে কাজ হতে পারে; কেননা মাঝে মধ্যে দেখা যায় একই ঔষধ শুকনা বড়িতে খাওয়ায় কাজ হয় না কিন্তু পানিতে মিশিয়ে খেলে কাজ করে। প্রশেষ সমাধান হলাে ঔষধের শক্তি বাড়িয়ে খাওয়া, কেননা রােগের শক্তির চাইতে ঔষধের শক্তি কম হলে সেটি রােগকে নির্মূল করতে পারে না। যেমন আপনি হয়ত ৬ শক্তির ঔষধ খাচ্ছিলেন, তার বদলে ৩০ শক্তিতে খাওয়া শুরু করুন।
0 Response to "ঔষধ নির্বাচন ঠিক আছে কিন্তু কোন কাজ হচ্ছে না?"
Post a Comment