সাধারণত রােগ যত কষ্টদায়ক হয়, ঔষধ তত দ্রুত কাজ করে। যেমন তীব্র পেট ব্যথা, আঘাতের ব্যথা বা বুকের ব্যথায় দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে ঔষধের কাজ শুরু হবে। যদি না হয়, তবে আরেক মাত্রা ঔষধ খেয়ে আরাে পাঁচ মিনিট অপেক্ষা করতে পারেন। তাতেও কাজ না হলে ঔষধ পরিবর্তন করে লক্ষণ মিলিয়ে অন্য ঔষধ খাওয়া শুরু করুন। অস্ট্রিয়ান হােমিও চিকিৎসা বিজ্ঞানী জর্জ ভিথুলকাসের মতে, ইমারজেন্সী পরিস্থিতিতে ঔষধে কাজ না করলে ঘণ্টায় বিশ বার ঔষধ পরিবর্তন করতে পারেন। তবে সাধারণ ক্ষেত্রে ঔষধের কাজ বুঝার জন্য চার/পাঁচ ঘণ্টা অপেক্ষা করা উচিত। যেমন কারাে সাতদিন যাবত সর্দি বা কাশি লেগে আছে, এসব ক্ষেত্রে ১০ মিনিটে রােগমুক্ত হওয়ার আশা করা ঠিক হবে না। বরং রােজ তিন/চার বার করে (কমপক্ষে) তিনদিন ঔষধ খাওয়ার গাইড লাইন অনুসরণ করা যেতে পারে। তবে ইমারজেন্সী সমস্যায় ঔষধের একশানের আশায় ১২ থেকে ২৪ ঘণ্টা অপেক্ষা করে রােগের যন্ত্রনা ভাগ করা কিছুতেই বুদ্ধিমানের কাজ হবে না।
0 Response to "ঔষধের কাজের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে?"
Post a Comment