পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে ঔষধ বড়িতে খেলে সর্বোচ্চ ৪/৫ (চার/পাঁচ) টি বড়ি করে খাবেন এবং তরল আকারে মূল ঔষধটি খেলে এক ফোটা করে খাওয়াই যথেষ্ট। তের বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে ঔষধ বড়িতে খেলে ২/৩ (দুই/তিন) টি বড়ি করে খাবেন এবং তরল আকারে মূল ঔষধটি খেলে আধা ফোটা করে খাবেন। পক্ষান্তরে দুয়েক দিন বা দুয়েক মাসের একেবারে ছােট নবজাতক শিশুকে ঔষধ বড়িতে খাওয়ালে ১/২ (এক দুইটি) টি বড়ি করে খাওয়াবেন এবং তরল আকারে মূল ঔষধটি খাওয়ালে এক ফোটার চার ভাগের এক ভাগ খাওয়ানােই যথেষ্ট। (এক ফোটা ঔষধকে এক চামচ পানির সাথে ভালাে করে মিশিয়ে তার অর্ধেকটি ফেলে দিয়ে বাকী অর্ধেকটি খেলেই আধা ফোটা ঔষধ খাওয়া হবে। তেমনিভাবে এক ফোটা ঔষধকে এক চামচ পানির সাথে ভালাে করে মিশিয়ে তার চার ভাগের তিন ভাগ ফেলে দিয়ে বাকীটুকু খেলেই এক ফোটার চার ভাগের এক ভাগ ঔষধ খাওয়া হবে। কখনও ভাববেন না যে, এতাে কম করে ঔষধ খাওয়ালে রােগ সারবে কিনা? মনে রাখবেন ঔষধ বেশী খাওয়ালে বরং রোগ বেড়ে যেতে পারে। এজন্য বিশেষত শা মারাত্মকভাবে অসুস্থ হলে তাদেরকে নির্ধারিত পরিমাণের চাইতে বেশী ঔষধ খাওয়াবেন না, তাহলে তাদের রােগ বেড়ে গিয়ে জীবন নিয়ে টানাটানি শুরু হতে পারে। হােমিও ঔষধ খাওয়ার সবচেয়ে ভালাে পন্থা হলো ৪-৫টি বড়ি ১ ফোটা ঔষধ আধা লিটার বিশুদ্ধ পানির সাথে মিশিয়ে নির্দিষ্ট সময় পরপর সেখান থেকে এক চামচ করে পানি খাওয়া এবং প্রতিবার খাওয়ার পূর্বে জোরে ১০টি ঝুঁকি দিয়ে নেওয়া।
0 Response to "ঔষধ কি পরিমাণ খেতে হবে?"
Post a Comment