অধিকাংশ নতুন রােগ (acute disease) একমাত্রা হােমিও ঔষধেই সেরে যায়; যদি ঔষধের লক্ষণ আর রােগের লক্ষণ একশ ভাগ মিলিয়ে সঠিক শক্তিতে ঔষধ দেওয়া যায়। কাজেই দ্বিতীয়বার ঔষধ খাওয়ার প্রয়ােজন হয় না। ঔষধের এমন অসাধারণ ক্ষমতাকে প্রথম প্রথম অনেকের কাছে যাদুর মতাে মনে হতে পারে। আবার কোন কোন ক্ষেত্রে দিনে তিন-চার বার। করে দুই-তিন দিন বা তারও বেশী দিন খাওয়া লাগতে পারে। ঔষধ খাওয়ার পর যখনই দেখবেন যে, রােগের অবস্থা উন্নতি হইতেছে সাথে সাথে ঔষধ খাওয়া বন্ধ করে দেবেন। আবার যখন দেখবেন যে, রােগের উন্নতি থেমে গেছে অর্থাৎ রােগের অবস্থা আবার খারাপের দিকে যাইতেছে, তখনই ঔষধের আরেকটি মাত্রা খেয়ে নিবেন। তাই বলা যায়, একমাত্রা ঔষধ খাওয়ার পর যদি দশ মিনিট আপনার রােগ ভাল থাকে, তবে দশ মিনিট পরে আরেক মাত্রা ঔষধ খাবেন। পক্ষান্তরে একমাত্র ঔষধ খাওয়ার পর যদি দশ ঘণ্টা আপনার রােগ ভাল থাকে, তবে দশ ঘণ্টা পরেই আরেক মাত্রা ঔষধ খেতে পারেন। আবার একমাত্রা ঔষধ খাওয়ার পর যদি দশ বছরও আপনার রোগ ভাল থাকে, তবে দশ বছর পরেই দ্বিতীয় মাত্রা ঔষধ খাওয়া উচিত হবে। হােমিওপ্যাথিতে এমন কোন হাস্যকর নিয়ম নেই যে, আপনার রােগ থাকুক বা না থাকুক ঔষধ রােজ তিনবেলা করে সাতদিন খেতেই হবে। অনেকেই বলেন যে, “আমি এক ডােজ ঔষধ খেয়ে পরে আবার খাওয়ার কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু পরদিন দেখলাম আমার রােগ লা হয়ে গেছে। আমি তাে অবাক!"
0 Response to "ঔষধ কতক্ষণ পরপর খেতে হবে?"
Post a Comment