হােমিওপ্যাথিক ঔষধ সেবনকালীন সময়ে খাবার পানীয় সংক্রান্ত উল্লেখযােগ্য কোন নিষেধাজ্ঞা নাই। অর্থাৎ এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না - এরকম কোন বাধাধরা নিয়ম নাই। নিয়ম যা আছে তা হলাে, খালিপেটে ঔষধ খাওয়া ভালাে। তাই বলে ভরাপেটে ঔষধ খেলে যে, ঔষধে কাজ করবে না এমন নয়। খালিপেটে ঔষধ খেতে ভুলে গেলে ভরাপেটেই খেয়ে নিন, কোন অসুবিধা নেই। (বিঃ দ্রঃ- কাঁচা পেয়াজ, কাঁচা মরিচ, আদা, লেবু, চা, কফি, মদ, খাবার স্যালাইন ইত্যাদি ঝাঝালাে খাবার অনেক সময় কিছু কিছু হােমিও ঔষধের একশান নষ্ট করে দেয়। কাজেই এগুলাে বর্জন করাই উত্তম অথবা হােমিও ঔষধ খাওয়ার অন্তত এক ঘণ্টা আগে কিংবা এক ঘণ্টা পরে সেগুলাে খেতে পারেন।
0 Response to "খাবার-পানীয় সংক্রান্ত নির্দেশনা?"
Post a Comment