এলােপ্যাথিক, ইউনানী, আয়ুর্বেদীয় প্রভৃতি যে-কোন ঔষধের সাথে হােমিওপ্যাথিক ঔষধ খেতে পারেন। এতে হােমিওপ্যাথিক ঔষধের সাথে সেগুলাের। আন্তক্রিয়া (interaction) হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই। মাত্রাতিরিক্ত রিফাইন করার কারণে হােমিও ঔষধের বস্তুগত অস্তিত্ব বিলীন হয়ে যায় এবং সেগুলো শক্তিতে পরিণত হয়ে যায়। আর বাস্তবতা হলো বস্তু এবং শক্তির মধ্যে সাধারণত রিয়েকশন হয় না। হঁ্যা, যদি কখনও হােমিও ঔষধ অন্যান্য ঔষধের সাথে রিয়েকশান করে থাকে, তবে সেটা হাজারে দু'এক ক্ষেত্রে। বাস্তবে অনেকেই জন্মনিয়ন্ত্রণ, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসার ইত্যাদির এলােপ্যাথিক ঔষধের সাথে হােমিওপ্যাথিক ঔষধ খেয়ে থাকেন। তাতে হোমিও ঔষধের কাজে কোন বাধা সৃষ্টি হয় না। তবে সতর্কতা হিসেবে হােমিও ঔষধটি অন্যান্য ঔষধ খাওয়ার অন্তত আধা ঘণ্টা আগে খেয়ে নেওয়া ভালাে হবে।
0 Comments