Add You Website & Start Your Earning

Friday, April 2, 2021

কাটা-ছেড়া , পোঁড়া , অপারেশন, এ.টি.এস. - ATS

 


কাটা-ছেড়া , পোঁড়া , অপারেশন ইত্যাদি যে সব ক্ষেত্রে ধনুষ্টংকার প্রতিরােধের জন্য এলােপ্যাথিতে এ,টি,এস, ইনজেকশন দেওয়া হয়, তার পরিবর্তে Arsenicum Album কিংবা Ledum Palustre (শক্তি ৬,১২,৩০,২০০) তিনবেলা করে দুদিন খান। তবে আর এ,টি,এস, ইনজেকশন নিতে হবে না। শরীরের সপর্শকাতর স্থানে আঘাতের কারণে যদি প্রচণ্ড ব্যথা সেখান থেকে চারদিকে ছড়াতে থাকে বা খিঁচুনি দেখা দেয় বা শরীর ধনুকের ন্যায় বাঁকা হয়ে যায় (ধনুষ্টঙ্কার), তবে Hypericum (শক্তি ৩০,২০০) আধা ঘণ্টা পরপর খাওয়াতে থাকুন।

1 Comments: